মেছেদা মন্দিরে রথযাত্রা, রথের রশিতে টান মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের
Jul 03, 2022
মেচেদা,পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা থানার অন্তর্গত মেচেদা জগন্নাথ মন্দিরে ০১/০৭/২০২২ তারিখে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে মহাসমারহে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ইসকন মেছেদা মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু এবং মায়াপুরের ব্রহ্মচারী ভক্তবৃন্দ। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানে উপস্থিত ভক্তরা একত্রিত হয়ে সকাল থেকে বৈষ্ণব মহাজন রচিত ভজন কীর্তন, নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এরপর শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে রথে আরোহণ করানো হয় এবং মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আরতি ও রথের রশিতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন। প্রায় এক লক্ষের উপরে ভক্ত এই রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে সকল ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।