মধ্যাহ্নকালীন শ্রাদ্ধঅনুষ্ঠান ও বৈষ্ণবীয় হোমযজ্ঞ

Apr 29, 2022

পালপাড়া,হাবড়া,উত্তর ২৪ পরগনাঃ  ২৭/০৪/২০২২ তারিখে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাবড়ার পালপাড়ার  এক স্থানে শ্রাদ্ধ অনুষ্ঠানকে কেন্দ্র করে মধ্যহ্নকালীন বৈষ্ণব সেবা নামহট্ট মহোৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের ইসকনের অন্যতম প্রচার বিভাগ তথা সংকীর্তন বিভাগের অন্যতম মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এবং শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা উত্তর ২৪ পরগনা জেলার  ভারপ্রাপ্ত প্রচারক পুজ্যপাদ সুদামা সখা দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানের ভক্তরা ভজন কীর্তন পরিবেশন করেন। ভজন কীর্তনের পর এই স্থানে বৈষ্ণবীয় হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে  শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ হরিকথা পরিবেশন করেন।  মহারাজের  পাঠ প্রদানের পর এই স্থানের ভক্তরা একত্রিত হয়ে মহাপ্রসাদ গ্রহণ করেন।