
মেলাহাইৎ নামহট্ট সংঘের শ্রদ্ধাকুটির পরিদর্শন
Apr 07, 2022
মেলাহাইৎ,মেছেদা ,পূর্ব মেদিনীপুরঃ ০৫/০৪/২০২২ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার ইসকন মেছেদার অন্তর্গত মেলাহাইৎ নামহট্ট সংঘের শ্রদ্ধাকুটির পরিদর্শন করলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট প্রচার বিভাগের অন্যতম কো রিজিওন্যাল ডাইরেক্টর পুজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু এবং ইসকন মেছেদা মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। এইদিন পুজ্যপাদ পদ্মনেত্র প্রভু এই স্থানের প্রায় সমস্ত নামহট্ট ভক্তদের শ্রদ্ধাকুটির পরিদর্শন করেন এবং ভক্তি জীবনের গুরুত্ব আলোচনা সম্পর্কে শিক্ষা প্রদান করেন। সবশেষে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।