শ্রীবাস ঠাকুরের আবির্ভাব তিথি উদযাপন মহোৎসব

Mar 27, 2022

মেছেদা পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা জগন্নাথ মন্দির 22 তারিখে শিব ঠাকুরের আবির্ভাব তিথি মহোৎসব পালিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন, নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত প্রচারক পুজ্যপাদ ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু  এছাড়াও এই স্থানে উপস্থিত ছিলেন মেচেদা মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। ভজন কীর্তন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।  এরপর পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভু উপস্থিত ভক্তবৃন্দ দের উদ্দেশ্যে শ্রীবাস ঠাকুরের লীলা কথা আলোচনা করেন
এবং হরিনাম সংকীর্তন সহযোগী অভিষেক কার্য সম্পন্ন করেন হয় প্রায় 300 জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।