ইসকন মেছেদা জগন্নাথ মন্দিরে রামনবমী উৎসব পালিত হল

Apr 13, 2022

মেছেদা,পূর্ব মেদিনীপুরঃ ১০/০৪/২০২২ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা থানার ইসকন মেছেদা মন্দিরে রামনবমীর উপলক্ষে এক বিশাল মহা উৎসব পালিত হল। এই উৎসবে উপস্থিত ছিলেন ইসকন মেছেদা মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থিত ভক্তদের মধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়। হরিনাম সংকীর্তন সহযোগে ভগবান শ্রী রাম চন্দ্রের অভিষেক পালিত হয়। এরপর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তরা নৃত্য ও কীর্তন  সহযোগে সান্ধ্যকালীন আরতি অনুষ্ঠানে যোগদান করেন। পর্যায়ক্রমে এই স্থানে তুলসী আরতি, গৌর আরতি এবং নৃসিংহ আরতি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রায় ২০০০ জন ভক্ত এই স্থানে উপস্থিত ছিলেন। এরপর এই স্থানে পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস প্রভু  উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে  রামচরিত কথা প্রদান করেন। প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে  সমস্ত ভক্তদের মহাপ্রসাদ বিতরন করা হয়।