মাল্কানগিরির ৩৭ নং গ্রামে তিনদিন ব্যাপী সান্ধ্যকালিন নামহট্ট অনুষ্ঠান

Des 06, 2022

Malkangiri,MV 37 no village: ২১ /১১/২০২২ থেকে ২৩/১১/২০২২ তারিখ পর্যন্ত দক্ষিণ ওড়িশার মাল্কানগিরির  প্রচারক পূজ্যপাদ বসুদাম শ্যাম দাস ব্রহ্মচারী প্রভুর তত্ত্বাবধানে  প্রায়  ৫০০ জন ভক্ত  এক  সান্ধ্যকালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রারম্ভে বৈষ্ণবীয় ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই স্থানে পর্যায়ক্রমে এই স্থানে তুলসী আরতি, গৌর আরতি এবং নৃসিংহ আরতি অনুষ্ঠিত হয়। এরপর এই স্থানের ভক্তরা একত্রিত হয়ে সন্ধ্যারতিতে অংশগ্রহণ করেন। সন্ধ্যারতির পর এই স্থানের  ভক্তদের উদ্দেশ্যে পূজ্যপাদ বসুদাম শ্যাম দাস ব্রহ্মচারী প্রভু হরিকথা প্রবচন প্রদান করেন।। এরপর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।