
কুলীনগ্রামে বৈষ্ণবীয় বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান
Mar 28, 2022
কুলীনগ্রাম, মেমারি ,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কুলীনগ্রাম গ্রামে অনুষ্ঠিত হল বৈষ্ণবীয় বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকনের অন্যতম বিভাগ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের অন্যতম প্রচারক তথা পূর্ব -পশ্চিম বর্ধমান এবং ঝাড়খন্ড জেলার প্রচারক পূজ্যপাদ শ্রী সারথি কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে শ্রী সারথি কৃষ্ণ প্রভুর সুমধুর কণ্ঠে মঙ্গলাচরণ ও ভজন কীর্তন পরিবেশিত হয় এবং অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর এই স্থানে বৈষ্ণবীয় যজ্ঞ অনুষ্ঠিত হয় এরপর উপস্থিত প্রায় ১০০ জন ভক্তদের উদ্দেশ্যে শ্রীমদ্ভাগবতম থেকে পাঠ পরিবেশন করেন পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু। এরপর উপস্থিত সমস্ত ভক্ত মধ্যাহ্নকালীন ভোগ আরতি অনুষ্ঠানে যোগদান করেন। ভোগ আরতির পর উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।