ফতেপুর গোপীনাথ নামহট্ট সংঘে বৈষ্ণব সেবা

Apr 07, 2022

ফতেপুর,ফলতা,দক্ষিন ২৪ পরগনাঃ ০৫/০৪/২০২২ তারিখে দক্ষিন ২৪ পরগনা জেলার ফলতার ফতেপুরের এক শ্রদ্ধাকুটির প্রাঙ্গনে বৈষ্ণব সেবা অনুষ্ঠান সংঘটিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকন,নামহট্ট প্রচার বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা দক্ষিন ২৪ পরগনা জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ সুরসেন দাস ব্রহ্মচারী প্রভু ও তাঁর সহকারী মধু মঙ্গল প্রান দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানের ভক্তরা নৃত্য এবং হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমায় অংশগ্রহন করেন। এরপর পূজ্যপাদ সুরসেন দাস ব্রহ্মচারী প্রভু এই স্থানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রদান করেন । প্রায় ১৫০ জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রভুর পাঠ প্রদানের পর এই স্থানে  উপস্থিত ভক্তরা একত্রিত হয়ে ভোগআরতি অনুষ্ঠানে অংশগ্রহন  করেন। সবশেষে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।