হুগলি জেলার জিরাটে মধ্যাহ্নকালীন বৈষ্ণব সেবা

Apr 02, 2022

জিরাট,হুগলিঃ  ০১/০৪/২০২২ তারিখে হুগলি জেলার অন্তর্গত জিরাটে মধ্যাহ্নকালীন সময়ে হরেকৃষ্ণ উৎসব ও বৈষ্ণব সেবা মহোৎসবের শুভ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকনের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের অন্যতম জেলা প্রচারক তথা  হুগলি জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ আত্মানন্দ গৌড় দাস ব্রহ্মচারী প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের একত্রিত করে নগর সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর ভজন কীর্তন ও হরি কথা পরিবেশিত হয়। এইদিন অনুষ্ঠানে  প্রায় ১৫০ জন‌ ভক্ত উপস্থিত ছিলেন। পূজ্যপাদ আত্মানন্দ গৌড় দাস প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে ভাগবত কথা পরিবেশন করেন।  এরপর এই স্থানে পূজ্যপাদ আত্মানন্দ গৌড় দাস প্রভু এবং উপস্থিত সমস্ত ভক্তরা সমবেত হয়ে মধ্যাহ্নকালিন ভোগআরতি পরিবেশন করেন। পরিশেষে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।