পলাগাছা রায়পাড়া অঞ্চলে অনুষ্ঠিত হল মধ্যাহ্নকালীন বৈষ্ণব সেবা উৎসব

Apr 28, 2022

পলাগাছা  ,নদীয়াঃ ১৮/০৪/২০২২ তারিখ নদীয়া জেলা চাকদা থানার অন্তর্গত পলাগাছা  রায়পাড়া অঞ্চলে অনুষ্ঠিত হলো মধ্যাহ্নকালীন বৈষ্ণব সেবা উৎসব। অনুষ্ঠানের প্রারম্ভে  জয়ধ্বনি মঙ্গলাচরণ ভজন কীর্তন পরিবেশিত হয়।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদার চক্র সেনাপতি পূজ্যপাদ সেবক রাঘব গৌরাঙ্গ দাস। এই স্থানে প্রায় ১৫০ জন ভক্ত উপস্থিত ছিলেন। ভজন কীর্তনের পর পূজ্যপাদ সেবক রাঘব গৌরাঙ্গ দাস প্রভু উপস্থিত  ভক্তদের উদ্দেশ্যে হরিকথা পরিবেশন করেন। প্রভুর পাঠ প্রদানের পর এই  স্থানের ভক্তরা একত্রিত হয়ে মধ্যাহ্নকালীন  আরতিতে অংশগ্রহণ করেন। এরপর এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।