বাৎসরিক উপলক্ষে অনুষ্ঠিত হল বৈষ্ণব সেবা

Mar 31, 2022

তারকেশ্বর, হুগলিঃ হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বরে বাৎসরিক হরেকৃষ্ণ উৎসব ও বৈষ্ণব সেবা মহোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় নগর সংকীর্তনের মাধ্যমে। তারপর ভজন কীর্তন ও হরি কথা পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২৫০ জন‌ ভক্তের উদ্দেশ্যে ভাগবত কথা পরিবেশন করেন শ্রীধাম মায়াপুরের অন্তর্গত ইসকনের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের অন্যতম জেলা প্রচারক তথা  হুগলি জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ আত্মানন্দ গৌড় দাস ব্রহ্মচারী প্রভু । পরিশেষে সকলের জন্য মহাপ্রসাদ এর আয়োজন ছিল।