বৈদিক জন্মদিন উপলক্ষে মধ্যাহ্নকালীন অনুষ্ঠান

May 05, 2022

মশাগ্রাম,জামালপুর,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত মশাগ্রাম গ্রামের এক শ্রদ্ধাকুটিরকে কেন্দ্র করে ০৪/০৫/২০২২ তারিখে  বৈদিক জন্মদিন উপলক্ষে মধ্যাহ্নকালীন সময়ে অনুষ্ঠিত হল নামহট্ট মহামিলন উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াপুরের ইসকনের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা বর্ধমান এবং ধানবাদ জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ সারথি কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু ,পুজ্যপাদ উত্তমাত্মা প্রভু এবং আরও অনান্য ভক্তবৃন্দ। অনুষ্ঠানের প্রারম্ভে  পূজ্যপাদ সারথি কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর মধুর কণ্ঠে ভজন কীর্তন পরিবেশিত হয়। ভজন কীর্তনের পর এই  স্থানের  উপস্থিত ৩০০ জন ভক্তদের উদ্দেশ্যে পূজ্যপাদ সারথি কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু ভাগবত কথা পরিবেশন করেন।  এরপর এই  স্থানে মধ্যাহ্নকালীন ভোগ আরতি, নরসিংহ আরতি, হরিনাম সংকীর্তন, ভক্ত সঙ্গে নৃত্য কীর্তন অনুষ্ঠিত হয়। সবশেষে এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।