
ভক্তসঙ্গে শ্রীধাম দর্শন
Mar 28, 2022
মেছেদা ,পূর্ব মেদিনীপুরঃ ভক্তসঙ্গে বীরভূম জেলার একচক্রা তথা বীরচন্দ্রপুর শ্রীধাম দর্শনের উদ্দেশ্য বের হলেন পূর্ব মেদিনীপুর জেলার ইসকন মন্দির তথা মেছেদা জগন্নাথ মন্দিরের বর্তমান অধ্যক্ষ পূজ্যপাদ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। ২৭/০৩/২০২২ তারিখে প্রায় ৭০ জন ভক্ত একত্রিত হয়ে শ্রীধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। শ্রীধামে পৌঁছে একচক্রা ইসকন মন্দির তথা রাধা বৃন্দাবন চন্দ্র মন্দিরে পর্যায়ক্রমে দর্শন আরতি এবং গুরুপূজায় অংশগ্রহণ করেন। এরপর পুজ্যপাদ আনন্দময় প্রভু এবং সমস্ত ভক্তগন প্রাতঃকালীন মহাপ্রসাদ গ্রহণ করেন এবং হরিনাম সংকীর্তন সহযোগে শ্রীধাম পরিক্রমা করেন। পুজ্যপাদ আনন্দময় প্রভু এই ধামের প্রতিটি স্থানে বসে সেই স্থানের মাহাত্ম্য বর্ণনা করেন। সবশেষে পুজ্যপাদ আনন্দময় প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে শ্রী ধামের লীলামহিমা বর্ণনা করেন।