
জশার গ্রামে সাপ্তাহিক নামহট্ট অনুষ্ঠান ও প্রচার
Apr 04, 2022
জশার,কোলাঘাট,পূর্ব মেদিনীপুরঃ ০৩/০৪/২০২২ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত জশারের এক শ্রদ্ধাকুটিরকে কেন্দ্র করে সান্ধ্যকালিন সাপ্তাহিক নামহট্ট উৎসব অনুষ্ঠিত হল । এই সান্ধ্যকালিন নামহট্ট উৎসবে উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট প্রচারকেন্দ্রের কোলাঘাট থানার উপচক্র সেনাপতি শ্রী শুভম মাইতি প্রভু। অনুষ্ঠানের প্রারম্ভে শ্রী শুভম মাইতি প্রভুর মধুর কণ্ঠে মঙ্গলাচরণ,গুরু বন্দনা,বৈষ্ণব বন্দনা এবং ভজন কীর্তন পরিবেশিত হয়। এরপর এই স্থানে উপস্থিত সমস্ত ভক্তরা নৃত্য ও কীর্তন সহযোগে সান্ধ্যকালীন আরতি অনুষ্ঠানে যোগদান করেন। এই অনুষ্ঠানে প্রায় ৫০ জন ভক্ত এই স্থানে উপস্থিত ছিলেন। এরপর এই স্থানের উপচক্র সেনাপতি শ্রী শুভম মাইতি প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রদান করেন এবং উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে প্রশিক্ষন প্রদান করেন। সবশেষে সমস্ত ভক্তদের জপশিক্ষা প্রদান করা হয় এবং মহাপ্রসাদ বিতরন করা হয়।